ঘটনাপুঞ্জঃ
কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের বিল্লাপাড়া শফি মেম্বারের বাড়ীর পূর্ব পার্শ্বে তিন রাস্তার মোড় গণধর্ষণ ঘটনার আসামী গ্রেফতার ০৩ ।
গত ১৮/০১/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিম আরিফা খানম রুমা(১৮) কক্সবাজারের পেকুয়া থানা এলাকা হইতে বাসযোগে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড় এলাকায় আসিয়া নামে এবং সেইখানে মাহিন্দ্রা চালক মোঃ শওকত(২৬) এর সহিত পরিচয় হয়। সে চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করিবে বলিয়া মাহিন্দ্রা চালককে কর্ণফুলী থানা এলাকায় ভাড়াবাসা নিয়া দেওয়ার জন্য বলে। ইতিমধ্যে মাহিন্দ্র চালক বাসা খোঁজার জন্য তাহার বান্ধবী বিলকিছ আক্তার(১৯) ও তাহার বন্ধু মোঃ ইমন(১৯) দ্বয়কে ফোন করিয়া মইজ্জ্যারটেক মোড়ে নিয়া আসে। পরে ভিকটিমকে তাহারা সঙ্গে নিয়া ঐদিন সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় পায়ে হাঁটিয়া কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় বাসা খোঁজাখুঁজি করার একপর্যায়ে ঘটনাস্থল কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের বিল্লাপাড়া রোডের মোড় এলাকায় শফি মেম্বারের বাড়ীর পূর্ব পাশের্^ তিন রাস্তার মোড়ে গত ১৮/০১/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১০.৩০ ঘটিকার সময় পৌঁছিলে তাহার সঙ্গে থাকা বন্ধু ও বান্ধবীকে মারধর করিয়া ভিকটিমকে মুখ চাপিয়া ধরিয়া ধৃত আসামী মোহাম্মদ আকাশ(১৯) সহ অন্যান্য পলাতক আসামী ০২। মোঃ ওমর ফারুক প্রঃ মধু(২৩), ০৩। মোঃ সোলেমান(২৩), ০৪। মোঃ রাজু(২৪), ০৬। জোবাইদ(২৩) বিবাদীগণ পূর্বে থেকে রাস্তায় অবস্থান করিয়া জোরপূর্বক ভিকটিমকে ব্যাটারী চালিত অটোরিক্সায় তুলিয়া কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউনিয়নের ০২নং ওয়ার্ডের মহিউদ্দিন চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে খোলা জায়গায় নিয়া যায়। ইতিমধ্যে ০৪নং বিবাদী মোঃ রাজু(২৪) ফোন করিয়া পলাতক ০৫। মোঃ নাজমুন প্রঃ সাকমান(২০) ০৭। মোঃ আসিফ(২৩) দ্বয়কে ঘটনাস্থল নিয়া আসিয়া ধৃত আসামীসহ পলাতক আসামীরা পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনার বিষয়ে এজাহার দায়ের করিলে কর্ণফুলী থানার মামলা নং-২৩, তাং-১৯/০১/২০২৪খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধীত/২০) এর ৭/৯(৩) রুজু করা হয়।
গত ২১/০১/২০২৪খ্রিঃ ২১.৩০ ঘটিকার সময় জনাব মোহাম্মহ জহির হোসেন, পিপিএম(বার) অফিসার ইনর্চাজ নের্তৃত্বে ও সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোবারক হোসেন, এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন কর্ণফুলী থানাধীন বিভিন্ন এলাকা হইতে আসামী ০১। মোঃ ওমর ফারুক প্রঃ মধু(২৩) ০২। মোঃ আসিফ ইকবাল(২৩), ০৩। মোহাম্মদ আকাশ(১৯) দেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস